হাইকোর্টের আদেশে শাহবাজার ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির কার্যক্রম স্থগিত

জাতীয় রংপুর

।।কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহবাজার এ এইচ ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে উপজেলার বিএনপি নেতা মো. আরাবুর রহমানকে গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়। তিনি ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের মো. মোবারক আলী খানের পুত্র।

পরবর্তীতে, ২৯ মে ২০২৫ তারিখে তাকে বাদ দিয়ে জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট মুহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয় বিশ্ববিদ্যালয়। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম নাগেশ্বরী গ্রামের মৃত জহির উদ্দিন মিয়ার ছেলে।

এ ঘটনায় প্রথম মনোনীত সভাপতি মো. আরাবুর রহমান সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন (নং-১০৭৪৫/২৫) দায়ের করেন। শুনানি শেষে গত ১৩ জুলাই আদালত গভর্নিং বডির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয়ের দুইটি মনোনয়ন মেমো কেন আইনগত কর্তৃত্ববিহীন ও বাতিল ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। রুলে সংশ্লিষ্ট ৮ জন বিবাদীকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে মো. আরাবুর রহমান বলেন, “মাদ্রাসার তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম দুই লক্ষাধিক টাকার বিনিময়ে অনৈতিক সুবিধা নিয়ে আমার সভাপতি পদ বাতিল করান। আমি ন্যায়বিচারের জন্য আদালতের দ্বারস্থ হই, এবং আদালত আমার পক্ষে রায় দিয়েছেন।”

তবে এ বিষয়ে মাওলানা নজরুল ইসলাম বলেন, “আমি আগে দায়িত্বে ছিলাম। আদালতের কাগজপত্র দেখে আরাবুর রহমান আমার কাছ থেকে একটি রিসিভ কপি নিয়েছেন। মামলার বিস্তারিত অবস্থা সম্পর্কে আমি অবগত নই।”

এদিকে, বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত মাওলানা আজিমউদ্দিন বলেন, “আমি ২৮ জুলাই দায়িত্ব গ্রহণ করেছি। শুনেছি আদালতের আদেশে গভর্নিং বডির কার্যক্রম স্থগিত রয়েছে, এর বেশি কিছু জানি না।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *