।। কুড়িগ্রাম প্রতিনিধি ।। তারুণ্যের ভাবনায় ‘জুলাই বিপ্লব’ স্মরণে ও মাদকবিরোধী সচেতনতায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সমাবেশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
“আমার চোখে জুলাই বিপ্লব” শীর্ষক এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে কুড়িগ্রাম জেলা পরিষদ। সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মওলা সিরাজ, মো. সাইফুল ইসলাম ও মাসুদ রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সদস্য সচিব মো. আজিজুল হক, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা প্রশাসক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে বুকে ধারণ করে তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে হবে। তরুণদের চিন্তা ও উদ্যোগ থেকেই মাদকবিরোধী জাগরণ শুরু হোক। প্রত্যেকেই নিজ অবস্থান থেকে মাদক প্রতিরোধে ভূমিকা রাখলে সমাজে পরিবর্তন আসবেই।”
তিনি আরও বলেন, শহীদদের স্মরণ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম যেন একটি সুস্থ ও সচেতন জাতি গঠনে নিজেকে প্রস্তুত করে তোলে—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক নুসরাত সুলতানা পাঁচ শতাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন।