কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রাম প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরামের অন্যতম সদস্য দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ আলম মনুর বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আলম ঝুনু (৪৭) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কলেজপাড়া অপু মেনশনের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকাল ১০টায় উত্তর কামারপাড়া গোরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে রেখে যান।
তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। কুড়িগ্রাম জেলার নয় উপজেলার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও ব্যবসায়ী নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন— কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মুস্তাফিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজ টিউটর, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ইউনুস আলী, সদস্য সচিব আশরাফুল হক রুবেল, পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাসেম আলী, ব্যবসায়ী নেতা কামাল হোসেন, আবু মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জামায়াতের নেতা এডভোকেট ইয়াছিন আলী, বিএনপি নেতা রোকন, মাসুদ ও বিপ্লব।
তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।