।। কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণের একমাত্র ও বহু পুরনো ডুমুর গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে এসেছে কলেজ কর্তৃপক্ষ। পরিবেশবাদী সংগঠন হিজিবিজি ও পরিবেশ বীক্ষণের লিখিত আপত্তি ও তীব্র প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
কলেজ অধ্যক্ষ এক লিখিত বিবৃতিতে জানান, “ডুমুর গাছ কর্তনের কোনো পরিকল্পনা নেই; সরকারি নির্দেশনা অনুযায়ী অন্যান্য গাছ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
সম্প্রতি কলেজের পক্ষ থেকে গাছ কাটার জন্য একটি নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে কুড়িগ্রামের একমাত্র ডুমুর গাছটিও অন্তর্ভুক্ত ছিল। বিষয়টি জানাজানি হলে দুটি সংগঠন যৌথভাবে প্রতিবাদ জানায় এবং কলেজ কর্তৃপক্ষকে আবেদনপত্র দেয়।
আবেদনে তারা বলেন, “ডুমুর গাছটি বিলুপ্তপ্রায় এবং কুড়িগ্রামের পরিবেশগত ঐতিহ্যের প্রতীক। একে কাটা মানে পরিবেশের ওপর আঘাত হানা।”
হিজিবিজির সম্পাদক রাজ্য জ্যোতি ও পরিবেশ বীক্ষণের আহ্বায়ক সান্নিধ্য বর্মা স্বরুপ বলেন,
“এটি আমাদের আংশিক বিজয়। এখন সবাই জানে—গাছ কাটার সিদ্ধান্ত জনগণ সহজে মেনে নেয় না।”
তারা জানান, ভবিষ্যতে যাতে কোনো পরিবেশবিরোধী সিদ্ধান্ত না হয়, সেদিকে নজর রাখবেন। পাশাপাশি কলেজ প্রাঙ্গণে গাছ রোপণ ও সচেতনতা কর্মসূচির প্রস্তাবও দেবেন তারা।
এই প্রতিবাদ এবং সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীরাও।