।। কুড়িগ্রাম প্রতিনিধি ।। জমিজমা সংক্রান্ত বিরোধে বাবার খাবারে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চিলকিরপাড় গ্রামের মোজাম্মেল হকের বিরুদ্ধে। এতে তার বাবা মহর উদ্দিন নিহত হন এবং মা ও ভাই মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) রাতে মহর উদ্দিন, তার স্ত্রী মমিনা বেগম এবং ছেলে মজিবর রহমান রাতের খাবার খান। পরে তিনজনেই অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহর উদ্দিন মারা যান। বর্তমানে তার স্ত্রী ও ছেলে শয্যাশায়ী অবস্থায় মৃত্যুর সাথে লড়ছেন।
নিহতের স্ত্রী মমিনা বেগম অভিযোগ করেন, “রান্নার পর আমি একটু উঠোনে হাঁটতে যাই, সেই সময় আমার ছেলে মোজাম্মেল ও তার স্ত্রী মোসলেমা বেগম খাবারে বিষ মেশায়। আমি নিশ্চিতভাবে বলছি, আমার স্বামীর হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত।”
নিহতের মেয়ে ফাতেমা বলেন, “বাবা আমাকে ৪ শতাংশ জমি বিক্রির কথা বলে ১০ হাজার টাকা বায়না নিয়েছিলেন। এ কারণে আমার ভাই মোজাম্মেল বাবার অবশিষ্ট ১ শত শতাংশ জমি জোরপূর্বক লিখে নিতে চায়। বাবা রাজি না হওয়ায় এমন নির্মম কাণ্ড ঘটিয়েছে।”
নিহতের আরেক পুত্র মতিউর রহমান বলেন, “এটা ঠাণ্ডা মাথায় খুন। আমরা সুষ্ঠু বিচার চাই।” এ বিষয়ে চিলকিরপাড় এলাকার স্থানীয় মাওলানা গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”