ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে।
জানা যায়, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ এর নেতৃত্বে থানা পুলিশের এস আই, রাকিব ও শাহানুর সহ মাদক উদ্ধারকারী একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২৫ (ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান চালায়। এসময় উপজেলা সদরের চন্দ্রখানা মৌজার কদমতলা মোড়ে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি অটোচালককে হাতেনাতে আটক করে। আটক ওই মাদক কারবারি নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বকসি গ্রামের মৃত: বজলে রহমানের ছেলে হাবিবুর রহমান (২২)।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, ফুলবাড়ী উপজেলায় মাদক নির্মূলে থানা পুলিশ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আগামীকাল সকালে জেলহাজতে প্রেরণ করা হবে।