অ্যাথলেট সিয়ামকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

জাতীয় রংপুর

শেখ কামাল স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার রংপুর বিভাগে দীর্ঘ লম্পে প্রথম শাহপরান সিয়াম ( ১২)কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পরে তার সাফল্যের কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুমন দাসের সভাপতিত্বে সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। বক্তব্য রাখেন,শাহরান সিয়াম, সিয়ামের মা সাহেরা খাতুন, দাদা ক্রীড়া ব্যক্তিত্ব সুরত জামাল মিয়া, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজাহান মিয়া বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, ফুলবাড়ী ডিগ্ৰী কলেজের গভর্নিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা আজিজার রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলি পারভিন, প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, শিক্ষা কর্মকর্তা আকবর কবীর, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, মুক্তিযোদ্ধা মজিবর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তা,ক্রীড়াবিদ ও স্থানীয় সূধীজন।

সিয়াম কুড়িগ্রামের ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার গ্ৰামের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্ৰামে । ওই গ্ৰামের হোসেন আলী ও গৃহিণী সাহেরা খাতুন দম্পতির ছেলে ‌।

গত ২৭ ফেব্রুয়ারি রংপুর বিভাগীয় শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতার ‘ক’ বিভাগের দীর্ঘ লাফ(লং জাম্প) ইভেন্টে প্রথম স্থান অধিকার করে। এ ইভেন্টে সে ১৯ দশমিক ৯ ফুট দূরত্ব অতিক্রম করে।এর আগে সে ইউনিয়ন (২৭ জানুয়ারি), উপজেলা(১০ ফ্রেব্রয়ারি) এবং জেলা (৫ফেব্রয়ারি) পর্যায়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।

সংবর্ধনায় সিয়ামের মা সাহেরা খাতুন তাঁর ছেলের সাফল্যে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, অভাব অনটনে সাথে লড়াই করে পড়াশোনার পাশাপাশি নিজের প্রচেষ্টায় আজ এতোদুর এগুতে পরেছে।

বাবা হোসেন আলী বলেন, ছেলে রাতে জাতীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে পারে এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অ্যাথলেট সিয়াম বলেন,রংপুর বিভাগে সেরা হতে পেরে ভালো লাগছে। কঠোর পরিশ্রম করেছি। তার ফল পেয়ছি। পরিশ্রম করলে কোনও কিছুই বৃথা যায় না। এরজন্য অনুশীলন চালিয়ে যাচ্ছি, নিজেকে মানসিক ভাবে তৈরি করছি। পদক জিততে চাই।জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে দেশ সেরা অ্যাথলেট হতে চাই।

ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী বলেন, সিয়াম একজন বিনয়ী এবং মেধাবী শিক্ষার্থী।সে আমাদের বিদ্যালয় তথা উপজেলার মুখ উজ্জ্বল করেছে। তিনি তার ধারাবাহিক সাফল্য কামনা করেন। তিনি আরও বলেন বিদ্যালয়ে পড়ালেখা ও অ্যাথলেটিক প্রতিযোগিতার বিষয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও )সুমন দাস বলেন, সিয়াম আমাদের অনুপ্রেরণার উৎস। সে যাতে তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্য আমাদের এই প্রয়াস। সে যেন দেশ সেরা হতে অ্যাথলেট হতে পারে সেজন্য তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *