নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুড়িগ্রামের হলোখানায় নানা ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এ আয়োজন করেছে যুব স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার তারুণ্য বাংলাদেশ কুড়িগ্রাম জেলা।
গ্রামীণ খেলাগুলো ছিল বিস্কুট দৌড়, হাড়িভাঙ্গা, বালিশ খেলা, সুঁই সুতা, সাঁতার, বিবাহিত পুরুষদের জন্য মহিলাদের ছবির কপালে টিপ দেয়া, চোখ বেঁধে হাঁস ধরা, তৈলাক্ত কলার গাছে চড়া, রশি টেনে শক্তির খেলা, যেমন খুশি তেমন সাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সহকারী অধ্যাপক মাহবুবা বেগম লাভলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক ভাইচ চেয়ারম্যান নুরুন্নবী সরকার, চেয়ারম্যান খোরশেদ আলম উৎসর্গ নার্সিং ইনষ্টিডিউট কুড়িগ্রাম, সমন্বয় পরিবার এর প্রধান হাফিজুল ইসলাম হাফিজ, দুর্বার তারুণ্য বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মহান প্রমুখ।
খেলাধুলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলাধুলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দুর্বার তারুণ্য বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সভাপতি কে.এম রেজওয়ানুল হক নুরনবী।