রাসেল কবির, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় একতা ফাউন্ডেশন(ব্লাড ব্যাংক)বাংলাদেশ এর পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটির অনুমোদন করা হয়।
মঙ্গলবার (০২ ই ফেব্রুয়ারি ২০২২) সকালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ শরিফ হোসেন শরিফ পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ১ বছরের জন্য মোঃ রাজু ইসলাম (রাজ)কে সভাপতি ও মোঃ পলাশ হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন।
কমিটিতে অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাসেল হোসেন, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সাকিব হাসান (সাকিম), সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম নিরব ফারাবি, সাংগঠনিক সম্পাদক মোছাঃ সুমাইয়া পারভীন রিজমা, কোষাধ্যক্ষ্য মোঃ বিল্লাল হোসেন (সুজন), প্রচার সম্পাদক তনুশ্রী সরকার,দপ্তর সম্পাদক মোছাঃ রেবেকা সুলতানা, আন্তর্জাতিক মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ শামিমা শিমু, কার্যকারি সদস্য মোঃ নাইমুর রহমান (নাঈম)।