জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরির মঞ্চে এসেছেন অনেক নামকরা সেলিব্রেটি। এবার আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত হওয়া কাঁচা বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকর। দাদাগিরির সঞ্চালক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী স্বয়ং তাকে দাদাগিরিতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
ভুবন বাদ্যকর গান গেয়ে গেয়ে বিভিন্ন জায়গায় কাঁচা বাদাম বিক্রি করতেন। সম্প্রতি তার গাওয়া একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। গান গেয়ে ভাইরাল হলেও তার জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি। এখনো তিনি আগের মতো রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি করছেন। মাঝেমধ্যে গান গাওয়ার জন্য কিছু অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন।
সবারই মনে এখন একটাই প্রশ্ন কবে তিনি দাদাগিরি মঞ্চে আসছেন। দাদাগিরি টিম জানিয়েছে, ৩১ জানুয়ারি তার পর্বের শুটিং শেষ হয়েছে। আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি জি বাংলা চ্যানেলের দাদাগিরি মঞ্চে তাকে দেখা যাবে।
দাদাগিরিতে যাওয়া প্রসঙ্গে ভূবন বাদ্যকর বলেন, তিনি সৌরভ গাঙ্গুলী দাদার সাথে দেখা করার জন্য খুবই উৎসাহিত। আরো বলেন, তিনি দাদার জন্য মিষ্টি ও কাঁচা বাদাম নিয়ে যাবেন।