নির্ঘুম রাত্রি
নির্ঘুম রাত্রিতে
স্বপ্নগুলো বাস্তবে
বাসা বাঁধে মগজে
থ্রি ডি আকারে!
হঠাৎ ভোরের আযানে!
বন্ধ হয়ে যায়
চোখের পাতা যে,
দুপুরের আযানে।
চোখ খুলে দেখা সূর্য
শেষ করে দেয় স্বপ্ন
দিন শুরু হয় বাস্তবে
শেষ হয় রাতের স্বপ্ন যে!
দিন শেষে রাত্রি হয়
নেমে আসে স্বপ্ন,
রাত যত গভীর হয়
জেগে বসে স্বপ্ন
আবারো আবারো!
হৃদয় হোসেন ডিউক
অনার্স তৃতীয় বর্ষ,
দর্শন বিভাগ, ঢাকা কলেজ
শেয়ার করুন