দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে ঘটনাস্থলের ৬ কিলোমিটার দুর থেকে তাদের মরদেহ উদ্ধার হয়।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরশাতপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াসমিন (৭), একই গ্রামের রাহাত মিয়ার ছেলে সিফাত (১৩), এবং কিশোরগঞ্জ শহরের তারাপাশা গ্রামের শামীম (৩২)।
জানাগেছে, গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রাম তীরবর্তী ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহি নৌকা বাইচ দেখতে গিয়েছিলেন তারা। সন্ধ্যার আগে নৌকা বাইচের ভিডিও চিত্র ধারন করতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হয়েছিলেন এ তিন দর্শনার্থী।
তাদের নিখোঁজের খবর পেয়ে সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাউকে উদ্ধার সম্ভব হয়নি। পরে বুধবার সকালে তাদের লাশ উদ্ধার হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।