নুরনবী মিয়া’র লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা “আমার ঋণ”

শিল্প ও সাহিত্য

আমার ঋণ

আমি মুক্তিযুদ্ধ দেখিনি,
দেখেছি বাঙালি মায়ের সন্তান।
আমি মুক্তিযুদ্ধ করিনি,
করি মুক্তিযুদ্ধের জয়গান।

আমি পাক হানাদার পাইনি,
পেয়েছি বীর যোদ্ধাদের ছোঁয়া।
দেশের তরে নিবেদিত প্রাণ,
জীবনের এটাই বড় পাওয়া।

আমি তাজা রক্তের গন্ধ পাইনা,
পাই চিরসবুজ প্রকৃতির সুবাস।
বাঙলার বায়ুতে এ জীবন বাঁচে,
এটাই আমার সুখ-সমৃদ্ধির আবাস।

আমি পরাধীনতার শৃঙ্খল জানিনা,
জেনেছি বাঙলায় মুক্ত থাকা দিন।
স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছি,
মুক্তিযোদ্ধাদের কাছে আমার ঋণ।
কবিতা: #আমার_ঋণ
লেখা: মুহাঃ নুরনবী মিয়া
সংগঠক ও গণমাধ্যমকর্মী
#১৯৭১#মুক্তিযুদ্ধ #স্বাধীনতা #বাংলাদেশ
#nurnobifulkuri 15 August 2022

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *