হাবিবুর রহমান, চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা প্রণয় কুমার বিষাণ দাস, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের, মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।