চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও ‘মানব কল্যাণে ক্ষুদ্র প্রচেষ্ঠা’ স্লোগান কে সামনে রেখে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গায় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় আলোর প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার রেলওয়ে ষ্টেশন, বড় বাজার কোটমোড় সহ শহরের বিভিন্ন জায়গায় এ কম্বল বিতরন করা হয়। এছাড়াও বই প্রেমিদের জন্য বিভিন্নরকম ইসলামি বই গল্পের বই উপহার দেওয়া হয়।
এসময় আলোর প্রত্যয় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নাজিম উদ্দীন, নাইমুর রহমান সহ বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীরা বলেন, আলোর প্রত্যয় ফাউন্ডেশন এর কাজ গুলো প্রশংনীয় ও অনেক ভালো। আমরা চাই আগামীতে এই ফাউন্ডেশনের কার্যক্রমের ধারা অব্যাহত থাকুক এবং অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকুক।