ফুলবাড়ীতে ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়

জাতীয় সংগঠন

নিজস্ব প্রতিবেদক: ‘রক্ত দিন জীবন বাঁচান’ এই স্লোগানকে ধারণ করে, কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল এগারোটায় উপজেলার নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ কর্হমসূচি হয়। কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

জানা যায়, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ওয়েফেয়ার সোসাইটি সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী ফ্রেন্ডশীপ ওয়েফেয়ার সোসাইটি সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।

ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।

এসময় নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ফ্রেন্ডশীপ ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যসহ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *