1. admin@bangonews24.com : admin :
  2. bangonews024@gmail.com : bangonews24 :
  3. mahfuzlh07@gmail.com : mahfuz :
  4. nurnobifulkuri@gmail.com : nurnobifulkuri : Nurnobi Sarker
  5. prodip2354@gmail.com : tushar :
  6. vividwadud@gmail.com : vivid wadud :
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন

কুড়িগ্রামে রাতের আধারে কৃষকের রোপণ করা ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ

বঙ্গনিউজ টুয়েন্টিফোর ডটকম
  • প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এক কৃষকের ২১ শতক জমির রোপণ করা বোরো ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আশরাফুল ইসলাম কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুরের ঝাকুয়াপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

অভিযোগ সুত্রে জানা গেছে, কৃষক আশরাফুল ইসলাম দীর্ঘ দিন থেকে নিজের ভোগদখল করা জমিতে ফসল আবাদ করে আসছেন। গত ১০ দিন আগে বোরো ধানের চারা রোপণ করে আসেন ২১ শতক জমিতে। পরে ৭ ফেব্রুয়ারী নিজ জমি দেখাশোনা করতে গিয়ে দেখে ২১ শতক জমির পুরো ধানের চারা উপড়ে ফেলেছেন প্রতি পক্ষের লোকজন।

উল্লেখ্য যে প্রতিপক্ষ লোকজনের সাথে পূর্বেও একাধিকবার অনান্য জমি নিয়ে বিচার শালিস হয়েছিল। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত জাকারিয়া মুন্সির ছেলে মোঃ আব্দুল মজিদ, লিটন, রিপন ও আব্দুল করিম। তাদেরকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফুল ইসলাম বলেন, অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি।

জমিতে পানি নিতে এসে দেখি রাতে জমির সব চারা উপড়ে ফেলেছে তারা। এর আগে সরিষা আবাদ করে বাড়িতে নিয়ে গেছিলাম। এখন যে জমিটা আবার তৈরি করে আবার ধান রোপণ করবো তার কোন সামত্য নাই।

আশরাফুলের ছোট ভাই বেলাল হোসেন বাবু বলেন, আমার বড় ভাই অনেক কষ্ট করে এই জমিতে ধান রোপণ করছে। মজিদরা এসে রাতের আধারে সব ধান উপড়ে ফেলছে। আমি এর সঠিক বিচার চাই।

স্থানীয় কাঞ্চন বালা ও আম্বি খাতুন বলেন, আশরাফুল এই জমিতে ধান রোপণ করছে আমরা দেখছি। তবে রাতে আধারে তার জমির রোপণ করা ধানের চারা কেবা কাহারা উপড়ে ফেলেছে আমরা দেখি নাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন




এই বিভাগের আরও খবর










আপনার জন্য নির্বাচিত




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
ঢাকা,বাংলাদেশ থেকে প্রকাশিত বঙ্গ নিউজ ২৪.কম