অনলাইন ডেস্ক: অতীতে ঘোড়াই ছিল দূর দূরান্তে যাতায়াতের একমাত্র বাহন। কিন্তু উন্নত প্রযুক্তির গেরাকলে পড়ে বর্তমানে ঘোড়াকে যাতায়াতের বাহন হিসেবে ব্যবহার করার ঘটনাটি একেবারেই বিরল। বিরল এই ঘটনা দেখা গেছে রাজশাহীর বাগমারা উপজেলায়।
উপজেলার উত্তর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাল মোহাম্মদ। তাঁর বাড়ি উপজেলার দ্বীপপুর ইউনিয়নের নানছোর গ্রামে। তিনি নিয়মিত ঘোড়ায় চড়ে বিদ্যালয়ে যাতায়াত করেন। তবে শখের বশে নয়, নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে পৌঁছার জন্য তিনি বাহন হিসেবে ব্যবহার করছেন ঘোড়া।
তিনি বলেন, তিন বছর আগে বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে দুর্গম এলাকার এক বিদ্যালয়ে বদলির কিছুদিন পর ঘোড়াটি কেনেন তিনি। অবশ্য প্রথমে মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাতায়াত করতেন। পরে নানা অসুবিধার কারণে ঘোড়ায় চড়ে বিদ্যালয়ে যাতায়াত করছেন।