মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও সাংবাদিক এম তুষারীর ৫ম বই কাব্যগ্রন্থ ‘ডেথ সার্টিফিকেট’ বইটি প্রকাশ করেছে পাতা প্রকাশনী, যা মেলায় ৩৭৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
১৯৭৭ সালে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আমদাইর গ্রামে দরিদ্র কৃষক পরিবারের জন্মগ্রহণ করেন এম তুষারী।
নিজের হাতে গড়া নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৬ সাল থেকে বর্তমান পর্যন্ত দৈনিক সমকালের গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
২০১১ সালে এম তুষারীর বই মেলায় ‘যমুনাপাড়ের বোরকা পরা যুবতী’ নামে গল্পের বই ও ‘মধ্যরাতে’ নামে আরেকটি কবিতার বই প্রকাশিত হয়।
২০২০ সালের বইমেলায় ‘পরকালেও বাসিব ভাল’ নাম একটি উপন্যাস ,২০২১ সালে ‘অজানা মুক্তিযুদ্ধ ৭১’ নামে একটি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণামূলক বই প্রকাশিত হয়।