চিলমারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলা উদ্বোধন আর বিকালে শেষ

অপরাধ জাতীয় রংপুর

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে দুই দিন ব্যাপি ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে, বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে ও একদিনেই (সকালে শুরু আর বিকালে) শেষ করলেন বিজ্ঞান মেলা। মঙ্গলবার সকাল ১১টায় উদ্বোধন করে আর দুপুর ৩টার মধ্যে পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ করেন উপজেলা প্রশাসন।

এ ঘটনা ঘটেছে কুড়িগ্রামের চিলমারী উপজেলায়। এর কারণে সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ২৭ ডিসেম্বর মেলার উদ্বোধন হওয়ার কথা থাকলে ও আজ ২৮ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্তরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলে, রংপুর টিচার্স ট্রেইনিং কলেজের প্রশিক্ষক রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল হালিম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক প্রমূখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ও পরীক্ষা চলমান থাকায় একদিনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ করা হয়েছে।

এ দিকে অনুষ্ঠানটিকে নিয়ে চিলমারী উপজেলায় সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *