1. admin@bangonews24.com : admin :
  2. bangonews024@gmail.com : bangonews24 :
  3. mahfuzlh07@gmail.com : mahfuz :
  4. nurnobifulkuri@gmail.com : nurnobifulkuri : Nurnobi Sarker
  5. prodip2354@gmail.com : tushar :
  6. vividwadud@gmail.com : vivid wadud :
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন

কালিয়াকৈরে ‘নারী তুমি দূর্বার, রুখে দাও ব্রেস্ট ক্যান্সার’ সেমিনার অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

‘নারী তুমি দূর্বার-রুখে দাও ব্রেস্ট ক্যান্সার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে গণ সচেতনতার লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে এপেক্সের লেডিস ব্র্যান্ড “নিনোরোসি ব্রেস্ট ক্যান্সার এ্যাওয়ারনেস ক্যাম্পেইন -২০২১” অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার সেমিনার কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসারডা. আয়শা সিদ্দিকা লাভনী।

অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য বিষয়ে বলেন, গত একযুগ ধরে প্রতিবছর অক্টোবর মাসে আর্ন্তজাতিক স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালিত হচ্ছে। বর্তমান বিশ্বে মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার সবচেয়ে বেশী। ২০২০ সালে প্রায় ২৩ লাখ নারী এ রোগে আক্রান্ত এবং মারা যায় প্রায় ৬ লাখ ৮৫ হাজার। বাংলাদেশে মহিলাদের মোট শতকরা ১৯ ভাগ স্তন ক্যান্সার। শুধু বাংলাদেশে ২০২০ সালে প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং ৬ হাজার ৭৮৩ জন মারা যান। এদেশে প্রতি ৮ জনে একজন নারী তার জীবদ্দশায় স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. আজমখাঁন (জি.এম), মো. হারুন অর রশিদ (ডি.জি.এম), মো. আরিফুর রহমান (ডি.জি.এম), রাজীমুশফেরা (ডেপুটিম্যানেজার ব্র্যান্ড), ইবনে আবু জায়েদ (হেড অব ব্র্যান্ড) প্রমূখ।

সেমিনারে কারখানার ১৫০ জন নারী ষ্টাফ ও শ্রমিক অংশগ্রহণ করে। তাদের নিয়ে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ, উপসর্গ, কারা বেশী ঝুঁকিপূর্ণ, চোখে পর্যবেক্ষণ, হাতে অনুভব ও প্রতিরোধের বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন ও ব্যাপক আলোচনা করা হয়। শেষে ৫০ জন নারী শ্রমিক কে ফ্রী চেকআপ ও চিকিৎসা দেয়া হয়।

শেয়ার করুন




এই বিভাগের আরও খবর










আপনার জন্য নির্বাচিত




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
ঢাকা,বাংলাদেশ থেকে প্রকাশিত বঙ্গ নিউজ ২৪.কম