পরীমনির বাসায় অভিযান চালিয়েছে র্যাব। নিশ্চিত করেছেন র্যাবের সদর দপ্তর। বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আসার আগে থেকেই লাইভে আছেন পরীমনি।
লাইভে এসে পরীমনি বলেন, বাইরে কারা আছে, তা তিনি জানেন না। তিনি খুব ভয় পাচ্ছেন। তিনি পরিচিত সবাইকে সহায়তা করতে অনুরোধ জানাচ্ছেন। বনানী থানায় তিনি যোগাযোগ করেছেন। কিন্তু তিনি সেখান থেকে কোনো সহায়তা পাচ্ছেন না বলেও লাইভে উল্লেখ করেছেন।
এর আগে উত্তরার বোট ক্লাব কাণ্ডে সমালোচিত হয়েছেন পরীমনি।