আমাদের আশেপাশে এমন অনেক ফেরিওয়ালা আছেন। যারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিক্রি করেন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস।
করোনাকালীন পরিস্থিতিতে যখন সবাই নিজ নিজ ঘরে বন্দী। যখন থেমে আছে সকলের কর্ম। তখনও থেমে নেই এইরকম কিছু ফেরিওয়ালা। তারা চাইলেই ঘর বন্ধি হতে পারে না। কারন তাদের জীবন চলার পথ এতোটা সহজ নয়। লোক লজ্জায় তারা হাত পেতে খায় না। তারা নিজের তাগিদে খেটে খাওয়া মানুষ। তাদের একদিন কাজ বন্ধ দিলে একজন এর সাথে পুরো পরিবার এর খাওয়া বন্ধ হয়ে যায়। অচল হয়ে পরে জীবন চলা। তাই তাদের জীবনে করোনার চেয়ে বেশি ভয়ংকর হচ্ছে না খেয়ে বাঁচাটা।
আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে এমন মানুষ দের সাহায্য করতে পারি। তাদের থেকে কোনো কিছু কিনে কিংবা তাদের বিক্রির পরিমাণ মূল থেকে ৫/১০ টাকা বেশি দিয়ে। হয়তো এতে তাদের জীবন এ বিরাট পরিবর্তন হবে না তবে যতটুকু হবে তাও কম না।
লেখা ও ছবি:
শাহারিয়া আলম রিশাদ,
পুরান ঢাকা।