ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ দেশের বহুল প্রচারিত ও জনপ্রিয় জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকা প্রকাশনার ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্রিকাটির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর পত্রিকার ২৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।
শুক্রবার (২০জানুয়ারি) সকাল ১১টায় একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি মাহাবুব হোসেন সরকার লিটুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ভোরের দর্পণের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমূখ।
বক্তব্য কালে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনেও পত্রিকাটির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক রবিউল আলম বেলাল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।