নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে মারামারির ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামিকে গ্রেফতারের পর বাদীপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিবাদী পক্ষের লোকজন। মঙ্গলবার (২৫ অক্টোবর ২০২২) বিকেলে পূর্ব ফুলমতি গ্রামের মৃত সুরত আলীর ছেলে এরশাদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মৃত কেরামত আলীর দুই ছেলে তাজুল ইসলাম ও মৃত সুরত আলীর পরিবারের মাঝে ছোটো খাটো বিভিন্ন বিষয় নিয়ে দন্দ্ব লেগেই থাকে। এরই জের ধরে গত রোববার রাতের সাড়ে আটটায় দুই পরিবারের লোকজনের মাঝে বাক বিতণ্ডা ও এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে সুরোত আলীর মেয়ে পারুল বেগম (২৮) ও নাতি সুজন মিয়া (২৩) গুরুতর জখম হলে তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় পরিবার।
সোমবার আহত পারুল বেগমের বড় ভাই এরশাদুল হক বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা করেন। মঙ্গলবার বিকেলে সেই মামলার ৪ নম্বর আসামি তাজুল ইসলাম (৪২) কে গ্রেফতার করে পুলিশ। এতে আরো বেশি ক্ষিপ্ত হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিবাদী পক্ষের লোকজন।
এ ব্যাপারে বাদী এরশাদুল হক বলেন, যাদের নামে মামলা করেছি তারা পরিকল্পিতভাবে আমার বাড়িতে এসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। আমি ও আমার পরিবারের লোকজনকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছে তারা। এখন আমার পরিবারের সবাই খুবই ভয়ের মধ্যে আছি।