1. admin@bangonews24.com : admin :
  2. bangonews024@gmail.com : bangonews24 :
  3. mahfuzlh07@gmail.com : mahfuz :
  4. nurnobifulkuri@gmail.com : nurnobifulkuri : Nurnobi Sarker
  5. prodip2354@gmail.com : tushar :
  6. vividwadud@gmail.com : vivid wadud :
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন

ফুলবাড়ীতে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা 

নুরনবী মিয়া, ভারপ্রাপ্ত সম্পাদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামে অবস্থিত কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবে সংবাদ সম্মেলন করে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২২ এর বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১ টায় বরেণ্য সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সহযোগিতায় গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া ও কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল লিখিত পাঠ করেন। এসময় পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায়সহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল তার বক্তব্যে- কুড়িগ্রাম শহরের দাদা মোড় থেকে পুরাতন পশু-হাসপাতাল হয়ে মজিদা কলেজগামী রাস্তাটি বরেণ্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক-এঁর নামে নামকরণের দাবি জানান।

এরপর গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার ২০২২ এর বিজয়ী শিশু সাহিত্যিকের নাম ঘোষণা করেন। দেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম তাঁর প্রকাশিত ‘বহুরূপী দেবশিশু’ বইয়ের জন্য ২০২২ সালের সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার বিজয়ী হয়েছেন। তিনি আরও জানান, আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ সৈয়দ শামসুল হকের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানের মধ্যদিয়ে পুরস্কার বিজয়ী লেখকের হাতে পুরস্কারের আর্থিক মূল্য কুড়ি হাজার টাকা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হবে।  

উল্লেখ্য, কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাব এর সহযোগিতায় গীতিকার তৌহিদুল ইসলাম পাঠাগার ২০২১ সাল থেকে সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। 

শেয়ার করুন




এই বিভাগের আরও খবর










আপনার জন্য নির্বাচিত




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২১
ঢাকা,বাংলাদেশ থেকে প্রকাশিত বঙ্গ নিউজ ২৪.কম