বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইন

জাতীয় রংপুর সংগঠন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকাল এগারোটায় নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিপদের বন্ধু সংগঠনের সভাপতি রনি আহমেদ এর সভাপতিত্বে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ হযরত আলী খন্দকার।

উদ্বোধন কালে বিপদের বন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক রোকন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নেওয়াশী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জাগরণী বালিকা বিদ্যাবিথীর প্রধান শিক্ষক মোছাঃ জীবননেশা, নেওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার, সমাজসেবক নিজাউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

বিপদের বন্ধু সংগঠনের সভাপতি রনি আহমেদ বলেন, নিজের রক্তের গ্রুপ না জানা ৭০০ জন মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছি। এখন থেকে তারা নিজেদের রক্তের গ্রুপ জানলো এবং প্রয়োজনে একে অপরের সহযোগিতায় আসতে পারবেন। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় সংগঠনের স্বেচ্ছাসেবক রেদোয়ান, ফরিদ, মাসুদ, মোফাচ্ছেল, লুৎফর, ইউনুস, শান্ত মোল্লা, মুন, বেলাল, জাহিদ, সোহেল, কুকিল, নয়ন, রিদয়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *