নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ
সাম্প্রতিককালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে কুড়িগ্রাম জেলার বন্যার্তরা। শুকনা খাবার ও নিরাপদ পানি সংকটে তারা চরম বিপাকে। তাদের এই সংকটময় মুহূর্তে এগিয়ে আসছে নানান সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
বন্যার্ত মানুষজনের পাশে দাঁড়াতে নাগেশ্বরী উপজেলার নুনখাওয়ায় ডিপোজিট ফর আখিয়া (ডিএফএ) এর উদ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুন ২০২২) দুপুরে ১১০ জন মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিপোজিট ফর আখিরা এর সদস্যবৃন্দ এবং সার্বিক সহযোগিতায় ছিলো মানব কল্যাণ ছাত্র সংগঠন-কুড়িগ্রাম এর সদস্যবৃন্দ।
উল্লেখ্য; দুইটি প্যাকেজ করে দুই স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। যার ফুল প্যাকেজে ছিল, চিনি ১ কেজি, কয়েল এক প্যাকেট, মোমবাতি এক প্যাকেট, দিয়াশলাই ১ টা, ওরস্যালাইন ৬ প্যাকেট, মুড়ি ১ কেজি, চিরা দুই কেজি, বিস্কুট ১ কেজি, খেজুর আধা কেজি, উন্নত মানের টর্স লাইট ১ টি। এবং হাফ প্যাকেজে ছিল, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া ও ১ প্যাকেট টোস্ট।