কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান। দীর্ঘসময় ধরে দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে (টিএলএল) আক্রান্ত তিনি। তার চিকিৎসায় প্রয়োজন প্রায় ৬০ লক্ষ টাকা। পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছেনা। এমতাবস্থায় সবার কাছে সহযোগিতা চেয়েছেন মেহেদির পরিবার।
মেহেদী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের বাসিন্দা। ২০২১ সালের ১০ অক্টোবর মেহেদীর শরীরে ব্লাড ক্যান্সার শনাক্ত হয়।
মেহেদীর বাবা জানান, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ৪১৫ (খ) কেবিনে মেহেদি চিকিৎসাধীন আছেন। আমি সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া চাই। আপনাদের সহযোগিতা পারে আমার ছেলেকে নতুন জীবন দিতে।
আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম-
জনতা ব্যাংক, কুবি শাখা,
সঞ্চয়ী হিসাব নম্বর: 0100229160707