রাসেল কবির, সাতক্ষীরা প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরার দেবহাটায় একতা ফাউন্ডেশন (ব্লাড ব্যাংক) বাংলাদেশ এর গৌরব ও সাফল্যের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২ জানুয়ারি ২০২২) বিকেল তিনটায় ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সখিপুর মোড়ে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় ফাউন্ডেশনের সকল সদস্য ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় ফাউন্ডেশনের সভাপতি রাজু ইসলামের সঞ্চালনা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শরিফ হোসেন শরিফ এর সসভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল-ফেরদাউস আলফা।
এসময় বিশেষ অতিথি হিসেবে দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান গাজী, সখিপুর কে.বি.এ কলেজের প্রভাষক আবু তালেব প্রমূখ উপস্থিত ছিলেন।